মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫,
২০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
শিরোনাম: উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ      উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ড. এম আমিনুল ইসলাম      ভারত সীমান্তে নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ      ভারতের কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে      শহিদদের কবর জিয়ারতে রাজনৈতিক কার্যক্রম শুরু এনসিপি'র      ‘নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন’      রোজায় দ্রব্যমূল্য কম থাকার নজির       
প্রিয় ক্যাম্পাস
জবি শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার হামলা, আহত ৭
আল শাহরিয়া, জবি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ২:২১ পিএম  (ভিজিটর : ৩৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদের নেতৃত্বে শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছে বলে জানা যায়। আহত শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিভিন্ন সূত্রে আহতদের এই তথ্য নিশ্চিত হওয়া যায়। এর আগে সোমবার দিবাগত রাতে রাস্তায় নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন এক ঢালাইয়ের উপরে পা দেন। এ নিয়ে স্থানীয়দের সাথে তার কথা-কাটাকাটি হয়, এরপর স্থানীয় লোকজন মিলে এই শিক্ষার্থীকে মারধর শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীদের কল দিলে তার বন্ধু হাবিবসহ আরো দুইজন ঘটনাস্থলে আসেন। এরপর স্থানীয় লোকজন হাবিবসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে আটক করে রাখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটকে রাখার ঘটনা ফেসবুকে ছড়ালে ক্যাম্পাসের আশেপাশে থাকা কয়েকশো শিক্ষার্থী তাদের ছাড়াতে ঘটনাস্থলে যান, এরপরই স্থানীয়রা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ারি থানার ৩৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল হক শহিদের নেতৃত্বে পুনরায় শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয়রা।

রাতভর চলা দুই পক্ষের সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে র‍্যাব ও পুলিশ। এ সময় ভাঙচুর চালানো হয় স্থানীয় কয়েকটি বসতঘর ও পঞ্চায়েত ক্লাবে।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, ১৯ ব্যাচের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে বিনা কারণে স্থানীয় বিএনপি নেতা শহিদুলের নেতৃত্বে মারধর করে এবং তাকে প্রটেক্ট করার জন্য কয়েকজন গেলে তাদেরকে মেরে আটকে রাখে। পরবর্তীতে আমরা ক্যাম্পাস থেকে কয়েকশো শিক্ষার্থী ছাড়িয়ে আনতে গেলে আমাদের ওপর তারা হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আটকে রাখার সাহস তারা কীভাবে পায়। যারা এ হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ঘটনা শোনার পরে আমি কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল, ওয়ারি থানাসহ সবাইকে কল দিয়েছি। তারা ফোর্স পাঠিয়েছে। আটকে রাখা শিক্ষার্থীকে তারা ছেড়ে দিয়েছে। যার নেতৃত্বে হামলা হয়েছে তাকে ধরার জন্য পুলিশ চেষ্টা করছে।

এ বিষয়ে পুলিশ ওয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাজিরুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী মারধর করে আটকে রাখেন ধোলাইখালের স্থানীয়রা। এরি জেরে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা দাওয়া ও সংঘর্ষ ঘটে। শিক্ষার্থীরা দাবি করেন স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক শহীদের নেতৃত্বে এ হামলা হয়। রাত ৩টা ৩০ মিনিটে পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করা হবে।

এদিকে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাহুবলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ৪
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ
ইটভাটা নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি ইটভাটা মালিকদের
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার সদস্য পদ বাতিল
সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

সর্বাধিক পঠিত

গজারিয়া হাসপাতালে এক রোগীর লঙ্কাকাণ্ড
মালদ্বীপ থেকে এলো রেমিটেন্সযোদ্ধা সাব্বিরের মরদেহ
পটুয়াখালীতে পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর
লালপুরে বাবার ট্রলির চাপায় প্রাণ গেল ছেলের
ঘুমপরীর জন্য প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা পারভেজ সুমন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝