লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় ৮০ জনসহ অজ্ঞাত তিন শতাধিক মানুষের নামে থানায় মামলা দায়ের করা হয়।
সোমবার (৩ মার্চ) রাতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি বাদী হয়ে পার্টি অফিসে অগ্নিসংযোগ, বেআইনিভাবে দলবদ্ধ হয়ে পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় আদিতমারী থানায় ৮০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত তিন শতাধিকের মানুষের নামে মামলা দায়ের করে। মামলা নং-৪, তাং ০৩-০৩-২০২৫।
পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে ইকবাল(৩৫) নামের এক আওয়ামী লীগের কর্মীকে গ্রেফতার করে। সে উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোরর এলাকার সোহরাবের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত বছর ৪ আগস্ট বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল সমর্থনে মিছিল করে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপি। একই সময় আওয়ামী লীগ কর্মীরা হরতালবিরোধী শান্তি মিছিল বের করে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর করে। এতে অফিসের চেয়ার টেবিল ও নেতাদের বিলবোর্ড পোস্টার ভেঙে ফেলা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি অফিস ভাঙচুরের মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
কেকে/এজে