মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫,
২০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
শিরোনাম: স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল      শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার      উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ      উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ড. এম আমিনুল ইসলাম      ভারত সীমান্তে নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ      ভারতের কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে      শহিদদের কবর জিয়ারতে রাজনৈতিক কার্যক্রম শুরু এনসিপি'র      
গ্রামবাংলা
ইটভাটা নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি ইটভাটা মালিকদের
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৫:০৬ পিএম  (ভিজিটর : ৪৮)
ইটভাটা মালিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। ছবি : প্রতিনিধি

ইটভাটা মালিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। ছবি : প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সংশোধনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সুন্দরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ভাটা মালিকরা। পরে উপজেলা পরিষদের সামনে তারা বিক্ষোভ করেন।

এসময় বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি সুন্দরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমূখ। এতে ভাটা মালিক ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, সরকার নির্ধারিত আধুনিক জিগজাগ প্রযুক্তি ব্যবহার করেও বৈধ ইটভাটাগুলো প্রশাসনিক জটিলতার সম্মুখীন হচ্ছে। ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩-এর ৮ (৩) (১) ও ৮ (৩) (খ) ধারায় নির্ধারিত দূরত্বসংক্রান্ত বিধিনিষেধের কারণে অনেক জিগজাগ ইটভাটা ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছে না।

ইটভাটা মালিকরা দাবি করেন, পরিবেশ অধিদফতরের ইতোমধ্যে হাইব্রিড ও টানেল কিলনের ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দূরত্ব ১০০০ মিটার থেকে কমিয়ে ৪০০ মিটার নির্ধারণ করেছে। তাই জিগজাগ ইটভাটার ক্ষেত্রেও এই দূরত্ব ৪০০ মিটার এবং বনাঞ্চলের ক্ষেত্রে ৭০০ মিটার নির্ধারণ করার দাবি জানানো হয়।

এছাড়া স্মারকলিপিতে ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধন করে লাইসেন্স ও ছাড়পত্র পেতে বর্তমান জটিলতা দূর করার দাবি জানানো হয়। পাশাপাশি বৈধ জিগজাগ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ করা, সরকার যদি কোনো ইটভাটা বন্ধ করে তবে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, মাটি কাটার অনুমতি পেতে ডিসির প্রত্যয়নপত্রের বাধ্যবাধকতা বাতিল, লাইসেন্স নবায়নে ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা করা ও দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের দাবিও তুলে ধরা হয়।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘যদি আমাদের দাবি বাস্তবায়ন না করা হয়, তবে আগামী ১১ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে পুনরায় স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া, ঈদের পর ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হবে।’

ইটভাটা মালিকরা সরকারের কাছে বৈধ জিগজাগ ইটভাটার কার্যক্রম সহজ ও নিয়মতান্ত্রিক করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ইটভাটা নিয়ন্ত্রণ আইন   সংশোধনের দাবি   ইটভাটা মালিক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ. লীগ নেতা
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
গাজীপুরে অটোচালক লিটন হত্যার অভিযোগে মহাসড়ক অবরোধ
কাপাসিয়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

সর্বাধিক পঠিত

মালদ্বীপ থেকে এলো রেমিটেন্সযোদ্ধা সাব্বিরের মরদেহ
গজারিয়া হাসপাতালে এক রোগীর লঙ্কাকাণ্ড
পটুয়াখালীতে পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর
আদিতমারীতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ১
ঘুমপরীর জন্য প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা পারভেজ সুমন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝