প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৫:৫৪ পিএম (ভিজিটর : ৩৮)

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ হস্তশিল্প মেলার উদ্বোধন। ছবি: প্রতিবেদক
অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দুই সপ্তাহব্যাপী ঈদ হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে কেরাণীগঞ্জের বসিলায় এই মেলার আয়োজন করা হয়। এসময় ১৫০ জন অটিস্টিক শিশু ও কিশোর অংশ নেয়।
মেলা উদ্বোধন করেন রানার গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানার গ্রুপ অফ কোম্পানিজের ডিরেক্টর রুদাবা তাজিন, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. রওনাক হাফিজ, ভাইস চেয়ারপারসন স্থপতি আনিকা তাবাসসুমসহ অন্যান্যরা।
উদ্বোধন শেষে অটিস্টিক শিশুদের তৈরি রঙ করা চিত্রকর্ম, হস্তনির্মিত শোপিস, পোশাক, ঈদ শুভেচ্ছা কার্ড, গৃহস্থালির জিনিসপত্র, গয়না ইত্যাদি প্রদর্শন করেন অতিথিরা।
কেকে/ এমএস