মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫,
২০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
শিরোনাম: ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে: সিইসি      স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল      শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার      উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ      উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ড. এম আমিনুল ইসলাম      ভারত সীমান্তে নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ      ভারতের কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে      
গ্রামবাংলা
গাজীপুরে অটোচালক লিটন হত্যার অভিযোগে মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৬:৫৩ পিএম  (ভিজিটর : ৩৮)
অটোচালক লিটন হত্যার অভিযোগে প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ। ছবি: প্রতিনিধি

অটোচালক লিটন হত্যার অভিযোগে প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ। ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোচালক লিটন মিয়ার (৩৫) হত্যার অভিযোগে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা ও সহকর্মী অটোচালকরা।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে সড়ক অবরোধ করে বিচারের দাবি জানান তারা। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

নিহত লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার শিবভাষা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

অটোচালকদের অভিযোগ, সোমবার বিকেলে শ্রীপুরের মাষ্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লিটনের অটোরিকশার ধাক্কা লাগে, এতে অটোরিকশার একটি কাচ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাসচালক ও লিটনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকওয়া পরিবহনের চালক ও তার সহযোগীরা লিটনকে জোরপূর্বক তুলে নিয়ে নতুন বাজার এলাকায় মহাসড়কের উপর চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়।

পরে প্রশাসনের হস্তক্ষেপে এবং সেনাবাহিনীর আশ্বাসে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেন অটোচালকরা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এ ঘটনায় প্রধান আসামি তাকওয়া মিনিবাসের চালককে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জব্দ করা হয়েছে বাসটি।

আসামিরা হলেন, তাকওয়া মিনিবাসের চালক মো. জনি মিয়া (২০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি তাকওয়া পরিবহনের চালক। অপর অভিযুক্তরা হলেন লোকমান হোসেন (৩০) ও রুমেল (২২)। তাঁরা দু'জন তাকওয়া মিনিবাসের চালকের সহকারী।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলি খান জানান, লিটনকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে এমন গুজবে অটোচালক ও স্থানীয় লোকজন নতুন বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে এবং সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে যায়।

তিনি আরো জানান, লিটনের হাত-পায়ের বা গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে রগ কাটার কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে গাড়ি থেকে ফেলে দেওয়ায় শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন হয়েছে। এই ঘটনায় হত্যা ও অপহরণ মামলা হয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   অটোচালক লিটন হত্যা   মহাসড়ক অবরোধ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
ঈশ্বরগঞ্জ সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৫
আল্লামা এরশাদ উল্লাহ রহ. ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
মনোহরগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

সর্বাধিক পঠিত

মালদ্বীপ থেকে এলো রেমিটেন্সযোদ্ধা সাব্বিরের মরদেহ
আদিতমারীতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ১
গজারিয়া হাসপাতালে এক রোগীর লঙ্কাকাণ্ড
ঘুমপরীর জন্য প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা পারভেজ সুমন
মতলব টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফারুক, সদস্য সচিব সুমন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝