ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আউড়া মাঠ এলাকায় চাইনিজ কুড়ালের মালিকানা নিয়ে মামাতো ও ফুপাতো ভাইয়ের শুরু হয় দ্বন্দ্ব। দুপক্ষে জড়িয়ে পড়ে গ্রামের দুটি দল। এ নিয়ে দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ১৫ জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এবং মঙ্গলবারও চলা সংঘর্ষে এলাকা পরিনত হয় রনক্ষেত্রে।
সংঘর্ষে আহতরা হলেন শফিক মাতুব্বর (৫০),সরোয়ার মাতুব্বর (৬২), আইয়ুব মাতুব্বর (৫৫), মাসুদ মাতুব্বর (৪২), রাব্বি মাতুব্বর (২৪), জিহাদ মাতব্বর (১৮), নার্গিস বেগম (৩০), মরিয়ম বেগম (৩০), সিদ্দিক শেখ (৫৫), সোহেল (২৪) ও শুকুরআলী (৩৫)। বাকি আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামের সম্পর্কীয় মামাতো ভাই সুমন ও ফুফাতো ভাই রাব্বি গত ৬ মাস আগে তারা দুইজন মিলে একটি চাইনিজ কুড়াল কিনে। সোমবার রাতে সুমন রাব্বির নিকট চাইনিজ কুড়াল চাইলে এতে রাব্বি চাইনিজ কুড়াল দিতে অপারগতা প্রকাশ করে এটি তার নিজের কুড়াল বলে দাবি করে। এই নিয়ে কথা কাটাকাটির জের ধরে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে গ্রামবাসী দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও গ্রামবাসী দুই ভাইয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের নারী-পুরুষ সহ ১৫ জন লোক আহত হয়। রাতে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) ওসি ইন্দ্রজিৎ মল্লিক জানান, এবিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস