রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান      বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল      ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা      কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার      হামাস মুক্তি দিলেও, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু      মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে কুয়েট শিক্ষার্থীরা      জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার      
আন্তর্জাতিক
আল্টিমেটাম ইস্যুতে বাংলাদেশকে নিজেদের অবস্থান স্পষ্ট করলো আদানি গ্রুপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১১:০৯ এএম  (ভিজিটর : ১২৩)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বাবদ পাওনা পরিশোধের জন্য বাংলাদেশকে সময় বেঁধে দেয়া আল্টিমেটামের বিষয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারতের আদানি গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে— তারা সাত দিনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য কোনো দাবি করেনি।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আদানি পাওয়ার প্রায় ৮৫ কোটি ডলার (৭,২০০ কোটি রুপি) বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট পদক্ষেপ না নেওয়া হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে। আদানি গ্রুপ বাংলাদেশ সরকারকে ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

তবে আদানি গ্রুপ বলছে, তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) পূর্ণ সহযোগিতা করছে। তারা স্পষ্ট করেছে— সাত দিনের মধ্যে ৮০০-৮৫০ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধের দাবি তাদের পক্ষ থেকে করা হয়নি।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং জানিয়েছে, আদানি গ্রুপের পাওনা দ্রুত পরিশোধের চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বিদ্যুৎ আমদানির জন্য আদানি গ্রুপ টাকা পায়, এটা সত্য। তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়ানো হয়েছে। পূর্ববর্তী সরকারের কারণে যে বিশাল বকেয়া বিল ছিল, সেটির জন্যই সমস্যা বেড়েছে।’

এর আগে, ৩ নভেম্বর টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, আগামী ৭ নভেম্বরের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না হলে, আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেবে।

এতে আরো বলা হয়েছে, ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের সময়সীমা পার হওয়ার পর পিডিবি কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল, কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত পূরণ করেনি।

এর আগে, বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, আদানির গোড্ডা প্ল্যান্ট ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।

বাংলাদেশের অন্যান্য বড় কারখানাগুলোর উৎপাদনও জ্বালানি সংকটের কারণে কমে গেছে। খাতসংশ্লিষ্ট সূত্রমতে— ডলার সংকটের কারণে বাংলাদেশ সময়মতো অর্থ পরিশোধে সমস্যায় রয়েছে।

সূত্র: ইউএনবি

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  আদানি গ্রুপ   আল্টিমেটাম ইস্যু   বাংলাদেশ   অন্তর্বর্তী সরকার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
বোরো চাষে পানির মহা সংকটে কুষ্টিয়ার লক্ষাধিক কৃষক
ফুলছড়িতে কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

সর্বাধিক পঠিত

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝