শরীয়তপুরের নড়িয়ায় এক যুবতীকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্ত অপর ২ আসামী পলাতক রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কালকিনি থানার পূর্ব চর কয়রিয়া এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার (২৫) ও নড়িয়া উপজেলার মুলপাড়া গ্রামের রিপন আকনের ছেলে শাওন আকন (২৫)। পলাতক অপর আসামীরা হলেন নড়িয়া উপজেলার পাচুখার কান্দি গ্রামের দুলাল বেপারীর ছেলে সোহেল বেপারী (২২) ও মুলপাড়া গ্রামের ইউনুছ শেখ এর ছেলে ইমন শেখ (২৪)।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসলাম উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে জাহিদ হাওলাদার (২৫) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার রাতে স্থানীয় মজিদ শাহর দরবারের সাপ্তাহিক ওরশে তাদের দুজনের দেখা হয়। সেখান থেকে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মুলপাড়া গ্রামে নিয়ে আসে। পরে ভুক্তভোগীকে একটি ক্ষেতের মধ্যে নিয়ে প্রেমিক জাহিদ ও তার সঙ্গে থাকা শাওন, সোহেল, ইমন ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে মেডিকেল টেস্ট এর জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
কেকে/ এমএস