বুধবার, ৫ মার্চ ২০২৫,
২১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ৫ মার্চ ২০২৫
শিরোনাম: ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে: সিইসি      স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল      শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার      উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ      উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ড. এম আমিনুল ইসলাম      ভারত সীমান্তে নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ      ভারতের কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে      
গ্রামবাংলা
শ্রীমঙ্গলে কমেনি ফলের দাম, ক্রেতাদের অস্বস্তি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১:১৬ পিএম  (ভিজিটর : ৭২)
শ্রীমঙ্গলে ফলের দোকান। ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে ফলের দোকান। ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত কয়েক বছরের তুলনায় এবারের রমজানে প্রয়োজনীয় অনেক পণ্যের দাম বাড়েনি। কিছু কিছু পণ্যের দাম কমেছে। তবে এই কমার প্রভাব পড়েনি সয়াবিন তেল, লেবু, কলা, শসা ও ফলের বাজারে। এখনও সয়াবিন তেলের সংকট রয়েছে। আবার কিছু কিছু দোকানে বিক্রি হয়েছে বাড়তি দামে। 

রমজানে ইফতারের টেবিলে অন্যতম প্রধান অনুষঙ্গ ফল। বিশেষ করে মাল্টা, কমলা, কলা, আপেল, আনারস, লেবু কিংবা দেশীয় ফলের প্রতি বাড়তি নজর থাকে অনেকের। যদিও নিম্নবিত্ত, স্বল্প আয়ের মানুষের কাছে ফল বরাবরই নাগালের বাইরে। আবার শুরু হয়েছে রমজানও। সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা এরই মধ্যে ফলের দামও বাড়িয়েছেন। কেজিতে ৩০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আপেল, মাল্টা, আঙ্গুর ও কমলা।

শ্রীমঙ্গল শহরের নতুন বাজার, পুরান বাজার, স্টেশন রোড, সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোডসহ বেশকিছু বাজার ঘুরে দেখা যায় রমজানের শুরুতেই হঠাৎ করে চারগুণ বেড়েছে লেবুর দাম, আড়াইগুণ বেড়েছে কলা, দিগুণ বেড়েছে শসার দাম।
বিশেষ করে রমজানের শুরুতেই লেবুর হালিতে দাম বেড়েছে চারগুণ। খুচরা বাজারে জাত ও আকার ভেদে প্রতি হালি (৪টি) লেবু এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।

রমজানকে কেন্দ্র করে বাজারে অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, রমজানে চাহিদার তুলনায় পণ্যের জোগান কম থাকলে দাম বাড়ে বাজারে। পণ্য ক্রয় করতে আসা বেশির ভাগ ক্রেতাই  অস্বস্তির কথা জানিয়েছেন। 

বাজার ঘুরে দেখা গেছে, মাল্টা, কমলা ও আপেলের দাম কেজি প্রতি ৩০-৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। শ্রীমঙ্গলের অধিকাংশ বাজারে প্রতি কেজি মাল্টা ৩২-৩৮০ টাকা, কমলা ২৭০-৩২০ টাকা,  চায়না (মোটা) কমলা ৩২০-৩৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে ফুজি জাতের আপেল বিক্রি হচ্ছে ৩২০-৩৫০ টাকা কেজি দরে এবং গ্রিন ও গালা আপেল ৪৩০-৪৭০ টাকায় বিক্রি হচ্ছে, আনারসের সাইজ অনুযায়ী এক হালি (৪টি) বিক্রি হচ্ছে ১৬০-২৫০ টাকা, কলার হালি সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা।

ক্রেতাদের অভিযোগ রোজা এলেই দাম বাড়ানোর প্রতিযোগিতা চলে। সব ফল বাড়তি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ফলের দাম বরাবরই একটু বেশি। তবে বিদেশি ফলের ওপর শুল্ককর আরোপে দাম আরও বেড়েছে।

বাজারে লেবু ও কলা কিনতে আসা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, লেবু ও কলার দাম নিয়ে হতাশ সবাই। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দাম দুই থেকে থেকে চারগুণ বেড়ে যাওয়ায় অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। 

নতুন বাজারের ক্রেতা জুনেদ মিয়া বলেন, দুদিন আগেও লেবু কিনেছি ৩০ টাকা হালি দরে। এসে দেখি সেই লেবু ৮০ টাকা হালি। আবার  কোনো দোকানে ১০০ টাকা। দুদিনে কী এমন হলো যে, লেবুর দাম এত বেড়ে  গেল? এবার তো শরবতই তেমন খেতে পারব না। মানুষকে কষ্ট দিতেই লেবু নিয়ে এমন কারসাজি। 

লেবুর ক্রেতা জামিল হোসেন বলেন, আমি আজ বাজার থেকে এক হালি মাঝারি সাইজের লেবু কিনেছি ১৬০ টাকা দিয়ে। অথচ এ সাইজের লেবু আমি গত দুই সপ্তাহ আগেও কিনেছি প্রতি হালি ৩০ টাকায়। 

ক্রেতা রাবেয়া বেগম বলেন, আমি  লেবু কিনতে এসেছিলাম। কিন্তু হঠাৎ চারগুণ দাম বেড়ে যাওয়ায় কিনতে পারিনি। শ্রীমঙ্গলকে বলা হয় লেবুর রাজ্য। কিন্তু এখানেই লেবুর দামে আগুন। সাইজ অনুযায়ী এক হালি লেবুর দাম ৬০-২২০ টাকা শুনেই আমি চলে আসি।

বিক্রেতারা বলছেন, রোজার কারণে হঠাৎ বাজারে লেবুর চাহিদা অনেক বেড়েছে, কিন্তু সে তুলনায় লেবুর সরবরাহ আসছে না। এ কারণে দাম বেড়েছে। বাজারে চাহিদা অনুযায়ী লেবু সরবারহ কম উল্লেখ করে ব্যবসায়ী গোপাল দাস  দৈনিক খোলা কাগজকে বলেন, কিছুদিন আগেও যে লেবু আমরা ৩০ থেকে ৮০ টাকা হালি বিক্রি করছি, এখন  সেই লেবুর জাত এবং সাইজ অনুযায়ী এক হালি (৪টি) ৬০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করতে হচ্ছে।আজিজ মিয়া নামে এক লেবু ব্যবসায়ী বলেন, কিছু দিন আগেও লেবুর এতো চাহিদা ছিল না। রোজার কারণে চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু সে অনুযায়ী সরবরাহ পাচ্ছি না। ফলে বাধ্য হয়েই দাম বাড়াতে হয়েছে। আমরাও নিরুপায়। আগামী ১০-১৫ দিনের মধ্যে লেবুর দাম আগের জায়গায় যাবে বলে আশা করছি।

লেবুর আড়তদার আবু তাহের বলেন, শ্রীমঙ্গলের পাইকারি বাজারে যে পরিমাণ লেবু আসে, সে পরিমাণলেবু দিয়ে স্থানীয় চাহিদা মেটানোই অসম্ভব। তার ওপর স্থানীয়ভাবে উৎপাদিত লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। ফলে স্থানীয় বাজারে চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বাড়ছে। আজ পাইকারি আড়তগুলোতে গড়ে বড় সাইজের প্রতি পিছ লেবু ৪০ টাকা, মাঝারি সাইজের প্রতি পিছ লেবু ২৫ টাকা এবং ছোট সাইজের প্রতি পিছ লেবু ১৫ টাকা দরে বিক্রি হয়েছে।

লেবু বাগানের মালিক সেলিম আহমেদ বলেন, এখন লেবুর মৌসুম না থাকায় লেবুর দাম বাড়তি। রমজানের আগে প্রতি গাড়ি লেবু (গাড়িতে ৩০০ লেবু) মাত্র ৫০০ টাকা থেকে ৬০০ টাকায় বিক্রি করতে হয়েছে। এ দামে লেবু বিক্রি করে উৎপাদন খরচ, শ্রমিক খরচ উত্তোলন করা সম্ভব হয় না। অনেক সময় গাড়ি ভাড়া ভর্তুকি দিতে হয়।

রোজায় সাহরির সময় অন্যতম উপকরণ হলো দুধ-কলা। অনেকে সাহরির আইটেমে দুধের সাথে কলাও রাখেন। গত সপ্তাহে বাজারে চম্পা কলার হালি ছিল ১২ থেকে ১৫ টাকা। সেই কলার হালি বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে কলার দাম বাড়ানো হয়েছে। অন্যান্য পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কলার দামও বাড়তি। চাহিদা অনুযায়ী জোগান থাকলে দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। এগুলো তো আর বিদেশ থেকে আমদানী করা হয়না যে এভাবে লাফিয়ে দাম বাড়বে।

এদিকে কলার খুচরা বিক্রেতারা মূল্য বৃদ্ধির জন্য পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ রোজায় পাকা কলার চাহিদা বাড়ায় পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। তবে কৃষক সে পরিমাণ দাম না  পেলেও মধ্যস্বত্বভোগীরা লাভটা নিয়ে নিচ্ছেন।

পাকা কলার খুচরা বিক্রেতা রুহুল আমি রুবেল বলেন, রমজান উপলক্ষ্যে পাইকারি আড়ৎদাররা কলার দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এখানে আমাদের কোনো দোষ নেই। আমরা যেমন কিনি তেমনি বিক্রি করে থাকি।

রোজায় ইফতারির অন্যতম উপকরণ হলো শসা। বাজারে এখন শসার কেজি ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে শসা। যা এক সপ্তাহ আগে ছিল ২৫ থেকে ৩০ টাকা কেজি। ক্রেতারা হঠাৎ এসব পণের মূল্যবৃদ্ধি অস্বাভাবিক এবং অযৌক্তিক মনে করে দ্রুত দ্রব্যমুল্য ক্ষময়ক্ষমতার ভেতরে নিয়ে আসার দাবি তুলেছেন স্থানীয় প্রশাসনের কাছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, শ্রীমঙ্গল উপজেলার এ বছর ১২০০ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। এখন লেবুর মৌসুমও নয়, আর রমজান মাসে শরবতের জন্য লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে উৎপাদিত লেবু দিয়ে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনেও এটিও একটি কারণ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন থেকে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীকে জরিমানা করা হচ্ছে, সর্তক করা হচ্ছে। কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   কমেনি ফলের দাম   ক্রেতাদের অস্বস্তি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আলীকদমে শিশুসহ ২০ জন রোহিঙ্গা আটক
দৈনিক ১ কোটি রুপিতে দক্ষিণী সিনেমায় অভিষেক ওয়ার্নারের
মাতামুহুরী নদীর চর থেকে কিশোরের লাশ উদ্ধার
শ্রীমঙ্গলে কমেনি ফলের দাম, ক্রেতাদের অস্বস্তি
শরীয়তপুরের নড়িয়ায় ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

সর্বাধিক পঠিত

মালদ্বীপ থেকে এলো রেমিটেন্সযোদ্ধা সাব্বিরের মরদেহ
আদিতমারীতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ১
মতলব টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফারুক, সদস্য সচিব সুমন
ঘুমপরীর জন্য প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা পারভেজ সুমন
ঈশ্বরগঞ্জ সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝