সব গুঞ্জনকে পিছনে ফেলে ভারতের দক্ষিণী ‘রবিনহুড’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের। তেলেগু ভাষায় অজি ক্রিকেটারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর।
অস্ট্রেলিয়ার জার্সিতে হোক কিংবা আইপিএল, ব্যাট হাতে মাঠ কাঁপিয়েছেন ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপটের সঙ্গে খেলছেন তিনি।
দক্ষিণ ভারতের সিনেমার নায়ক অল্লু অর্জুনের বড় ভক্ত ওয়ার্নার। কোভিডের সময় লকডাউনে আল্লু অর্জুনের সিনেমার গান এবং সংলাপ নিয়ে একের পর এক রিলস পোস্ট করতেন।
ইকোনমিক টাইমস, হিন্দুস্থান টাইমসসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন তেলেগু হিরো নিতিন। আর ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ক্যামিও। এ জন্য তিনি প্রতিদিন পারিশ্রমিক নিয়েছেন এক কোটি রুপি।
তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা অবশ্য বেশ পুরোনো। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ৯৫টি ম্যাচ। হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপাও এসেছে এই ওয়ার্নারের হাত ধরে।
এখন দল পরিবর্তন করলেও তাকে হায়দরাবাদের ঘরের ছেলেই বলা চলে। সেখানে ওয়ার্নার এতটাই জনপ্রিয় যে নানা বিজ্ঞাপনে তাকে দেখা যায়। তেলেগু নির্মাতা এস এস রাজমৌলির সঙ্গে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। তার এই খ্যাতিই কাজে লাগাতে চাইছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
‘রবিনহুড’ সিনেমায় ওয়ার্নার থাকবেন, এমন ঘোষণার পর সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। যদিও ভারতীয় পত্রিকা দ্য স্টেটসম্যান জানিয়েছে, গোপন তথ্য ফাঁস করে দেয়ার জন্য সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে ক্ষমাও চেয়েছেন প্রযোজক রবি শংকর। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিলো চব্বিশের ডিসেম্বরে। তবে সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৮ তারিখ।
কেকে/ এমএস