বান্দরবানের আলীকদম উপজেলার বাস টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করো ২০ জন মিয়ানমার নাগরিককে আটক করছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় আলীকদম বাস টার্মিনাল এলাকায় মাতামুহুরী পরিবহনের একটি বাস থেকে অভিযান চালিয়ে পুরুষ, নারী শিশুসহ মোট ২০ জন মিয়ানমার নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আটককৃতদের নাম পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে কক্সবাজারের চকরিয়াগামী লোকাল একটি মাতামুহুরি পরিবহনের বাস থেকে তাদের আটক করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি (পিএসসি) জানান, আটককৃত মিয়ানমার নাগরিকদের যাছাই বাছাই শেষে পরে রাতেই আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে।
কেকে/ এমএস