বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫,
২২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
শিরোনাম: সাড়ে ৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আইন মন্ত্রণালয়ের      বিমান উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে তারেক রহমান      প্রধান উপদেষ্টার আরো দুই বিশেষ সহকারী নিয়োগ      ১০ মার্চের মধ্যে নতুন বই পাবে সব শিক্ষার্থী: বিদায়ী শিক্ষা উপদেষ্টা      ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভ স্মিথ      উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার      পুতিনকে হাতি উপহার দিল মিয়ানমার      
খোলাকাগজ স্পেশাল
স্বৈরাচারের পতন হলেও পাল্টায়নি কিছুই
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:৩৯ এএম আপডেট: ০৫.০৩.২০২৫ ১০:২০ এএম  (ভিজিটর : ৮৪)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও দখলদার-চাঁদাবাজদের দৌরাত্ম্যের অবসান হয়নি। ক্ষমতার পট পরিবর্তনের ধাক্কায় কেবল চেহারায় বদল ঘটেছে, নৈরাজ্য বন্ধ হয়নি। আগের মতোই সারা দেশে তাদের উপদ্রব দেখা যাচ্ছে। মারধর থেকে শুরু করে দ্বন্দ্ব-সংঘাতের ঘটনাও ঘটছে। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর চাঁদাবাজি-দখলবাজির হাত বদল হয়েছে। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নেতাককর্মীরা করতেন। তারা পালানোর পর এখন বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসব অপকর্ম করছেন। শুধু তাই নয়, জমজমাট মামলা-বাণিজ্যও করছেন তারা। দলীয় ভাবমূর্তি রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হলেও তাদের লাগাম টানা যাচ্ছে না। এ অবস্থায় দলগুলোর শীর্ষনেতারা হুঁশিয়ারিও দিয়েছেন। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার হুঁশিয়ারিসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

চাঁদাবাজি-দখলবাজির সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আমরা আগেও দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের ছাড় দিইনি। যারা দখলদারিত্ব কিংবা চাঁদাবাজির সঙ্গে যুক্ত জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার চাঁদা দাবি 

গত সোমবার বিকালে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ইকোপার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়া। তিনি দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের নেতৃত্বে ইকোপার্ক থেকে ১ লাখ টাকা নগদ এবং প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে নাহিদ হাসান খন্দকার কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছে বলেন, মহানগর কমিটি থেকে এ বিষয়ে রাতে একটি প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হবে। এ জন্য সংগঠন থেকে তাকে মিডিয়ায় বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে।

সমন্বয়ক প্রভাব খাটিয়ে রাবিতে নিয়োগ 


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতরে অনুসন্ধান কাম তথ্য কর্মকর্তা পদে অ্যাডহক ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘পৃষ্ঠপোষক’ রাশেদুল ইসলামের নিয়োগের পেছনে কয়েকজন সমন্বয়ক প্রভাব খাটিয়েছেন বলে দাবি করেছেন ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা। তারা বলেন, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে এ নিয়োগ দিয়েছে প্রশাসন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে ক্যাম্পাসের ছয়টি ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন লিখিত বক্তব্যে বলেন, রাশেদুল ইসলাম রাবির সমন্বয়কদের পৃষ্ঠপোষক। অতীতের আওয়ামী লীগের মতো মেহেদী সজীব, ফাহিম রেজাসহ কতিপয় সমন্বয়করা প্রভাব খাটিয়েছে এবং এ নিয়োগের পেছনে তারা জড়িত থাকতে পারেন। স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার করে এ নিয়োগ সম্পন্ন করেছে প্রশাসন। 

এদিকে কুষ্টিয়ায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার সদস্যপদ বাতিলসহ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার রাতে তাদের অব্যহতি দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যহতি দেওয়া হয়। গতকাল জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ বলেন, আশিক ও আসাদুজ্জামানের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছিল, তা খুবই দুঃখজনক। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সত্যতা পাওয়ায় কেন্দ্রে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মারধর-চাঁদাবাজির অভিযোগ 


পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ দলের চার নেতাকে বিএনপি নেতাকর্মীরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার বিকালে ইউএনও মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুকী আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিককল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওইদিন বেলা সাড়ে তিনটার দিকে জামায়াতের ওই চার নেতা ইউএনও মীর রাশেদুজ্জামানের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ওই কার্যালয়ে ইউএনওর সামনেই জামায়াতের ওই নেতাদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ প্রসঙ্গে উপজেলা জামায়াতের আমির কে এম হেসাব উদ্দিন জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির ক্যাডাররা ইউএনওকে মারধর ও তুলে আনার জন্য গিয়েছিল। এ সময় বাধা দিলে জামায়াতের চার নেতাকে বিএনপির ক্যাডাররা বেধড়ক মারধর করেছে।

এদিকে বিএনপির এক নেতার কাছ থেকে মারধরের হুমকি পেয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য বরাবর গত সোমবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রকৌশলী। এর মধ্যেই খুলনা নগরের খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পটুয়াখালীর কুয়াকাটায় চলছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দখল-চাঁদাবাজি। উচ্ছেদ করতে যাওয়া প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। ভুক্তভোগীরা বলছেন, অভিযুক্তরা কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেনের অনুসারী। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পরে কুয়াকাটায় খাসজমিসহ সৈকত এলাকায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা প্রশাসন ৫ নভেম্বর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। তা ঠেকাতে ৬ নভেম্বর দুপুরে ভেকু ভাঙচুর এবং এর চালককে পিটিয়ে জখম করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘স্থানীয় প্রভাবশালী নেতাদের নেতৃত্বে এ হামলা হয়েছে। মামলা করা হয়েছে, পরবর্তী পদক্ষেপ আদালত দেখবেন।’ এদিকে ৬ জানুয়ারি সন্ধ্যায় কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের মোবাইল ফোনে বাস কাউন্টার দখলে নেওয়ার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

জামায়াত নেতার নামে মামলা-বহিষ্কার

সম্প্রতি মামলা থেকে নাম বাদ দিতে ফেনী সদর মডেল থানার ওসির নাম ভাঙিয়ে এক শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জাকির হোসেন নামের এক জামায়াত নেতা বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর রোকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী পৌর শাখার সাবেক সহকারী সেক্রেটারি। ওসি মর্ম সিংহ ত্রিপুরা বাদী হয়ে জামায়াত নেতা ও তার ভাইকে আসামি করে মামলাটি করেন। এর আগেই ওইদিন সন্ধ্যায় চাঁদা সংক্রান্ত একটি অডিও ফাঁসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী ফেনী জেলা কমিটির পক্ষ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। 

দল থেকে কড়া সতর্কবার্তা

এদিকে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির সাম্প্রতিক কিছু ঘটনায় বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগে অনেকের বিরুদ্ধে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিককালে তার একাধিক বক্তব্যে চাঁদাবাজি ও দখলদারত্ব থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকতে বারবার আহ্বান জানিয়েছেন। কেউ এসব অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। 

চাঁদবাজদের বিরুদ্ধে কঠোর জামায়াতে ইসলামীও। সম্প্রতি দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘কোনো চাঁদাবাজ, দখলদারকে ছাড় দেওয়া হবে না।’ 

গত বছরের ২৯ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আগামীতে যারা ক্ষমতায় যাবেন, তাদের অনেকেই নির্বাচনের জন্য চাঁদাবাজি করছেন। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সময়ে সময়ে দু-একজনকে বহিষ্কার করতে দেখা যাচ্ছে। নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে দাবি করছেন, গত ১৫ বছরে তারা ক্ষমতায় ছিলেন না, আর নির্বাচনে অংশ নিতে তাদের টাকার প্রয়োজন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘তোমাদের সাথে হাশরের ময়দানে দেখা হবে’ স্ট্যাটাসে যুবকের আত্মহত্যা
প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মেগা ফাইনালে নিউজিল্যান্ড
ভাঙ্গুড়ায় দুই ইট ভাটা বন্ধ, আড়াই লাখ টাকা জরিমানা
মতলব উত্তরে ১৩ মামলার আসামি বেজী সুজন আটক
হাতকড়াসহ পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সর্বাধিক পঠিত

শাবিপ্রবির ‘এফইটি বিভাগের’ নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বাকৃবি জামালপুর-শেরপুর জেলা সমিতির কমিটি গঠিত
ব্যারিকেড দিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নালিতাবাড়ীতে ভারতীয় জিরা ও এসিসহ গ্রেফতার ১
‘তোমাদের সাথে হাশরের ময়দানে দেখা হবে’ স্ট্যাটাসে যুবকের আত্মহত্যা

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝