পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু যোগদান করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রথম কর্মদিবস শুরু করেন।
এর আগে মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা জাকির হোসেনের কাছে থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
নবাগত এ উপজেলা নির্বাহী কর্মকর্তা এর আগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় দায়িত্ব পালন করেন।
জানা গেছে, তিনি ২০১৮ সালে বিসিএস ৩৬তম বিসিএস ক্যাডারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহাকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি নড়াইল জেলা প্রশাসক কার্যালয়, কুষ্টিয়ার দৌলতপুর ও ডুমুরিয়া উপজেলা ও সর্বশেষ ২০২৩ সাল থেকে খুলনা জেলার পাইকগাছায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, আফরোজ শাহীন খসরু ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা।
এদিকে সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বদলি হয়ে বরিশাল বিভাগীয় কার্যালয়ে যোগদান করেছেন।
কেকে/এআর