মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ২১০ জন জেলের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।
হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জয়নাল খালাসি, ২নং ওয়ার্ডের সদস্য বাবু হাওলাদার, ৮নং ওয়ার্ডের সদস্য মো. সেলিম খালাসি প্রমুখ।
কেকে/এএস