বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫,
২২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
শিরোনাম: ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ      ডিসি ব্যবস্থা না নিলে আমাকেই নিতে হবে: রিজওয়ানা      ‘সরকার এখনো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি’      এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন      কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে নির্বাচন      দালাল নির্মূলে ঢাকা মেডিকেলে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক আটক      ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া      
বেগম রোকেয়া
মালচিং পদ্ধতিতে টমেটো চাষে মিনু আক্তারের সফলতা
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১:২৩ পিএম আপডেট: ০৫.০৩.২০২৫ ৬:২৬ পিএম  (ভিজিটর : ৮৩)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় প্রথমবারের মতো অধিক গুণাগুণসমৃদ্ধ সবজি টমেটো চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন পদুয়ার এক ক্ষুদ্র কৃষাণী মিনু আক্তার। চলতি মৌসুমে উপজেলার লোহাগাড়ায় বেসরকারি সংস্থা আইডিএফের সহযোগিতায় ৩৩ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে দেশীয় উন্নতজাতের এ সবজি চাষ করেছেন তিনি। নিয়মিত পরিচর্যায় প্রতিটি গাছে আশানুরূপ ফলন বাড়ছে।

টমেটো এটি একটি দেশীয় উৎপাদনকৃত উন্নত ফসল। যা খেতে অত্যন্ত সুস্বাধু। ডায়বেটিস, ক্যানসার ও হার্ট ও মানুষের শরীরের বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তা ছাড়া টমেটো দক্ষিণ আফ্রিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাষ হয়ে থাকে। এসব দেশের জনসাধারণের কয়েকটি জনপ্রিয় খাবারের তালিকায় এ টমেটো অন্যতম।

টমেটো অনেকটা দেখতে ললতি আলু ও আপেলের মতো দেখায়। এটি আপেলের মতো গোলাকার হলেও কিছু কিছু প্রজাতির টমেটো আলুর মতো দেখতে হয়। এ টমেটো চাষ পদ্ধতিও সহজ। অনেকটা বেগুনের মতই। ওজনে এ টমেটো এক থেকে দেড়শত গ্রাম হয়ে থাকে। কেজিতে ১০ থেকে ১২টি হয়। উচ্চফলনশীল জাতের এ সবজি ভর্তা, মাছ, মাংসের তরকারিতে ব্যবহারে তরকারিকে অধিকতর সুস্বাধু করে তুলে। এছাড়াও এ টমেটো সালাদ হিসেবে খাওয়া যায়।

এ নিয়ে কৃষাণী মিনু আক্তার জানান, বেসরকারি সংস্থা আইডিএফের সহযোগিতায় প্রথমবারের মতো ৩৩ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে টমেটোর চাষ করেছি। ইতোমধ্যে প্রতিটি গাছে ফুল ও ফলে পরিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিটি গাছে ১৫ থেকে ২০টি টমেটোর ফলন এসেছে। বাজারমূল্য ভালো থাকলে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইডিএফের পদুয়া শাখার সহকারী কৃষি কর্মকর্তা তালেব উল্লাহ জানান, মালচিং পদ্ধতিতে সবজি চাষ করলে যেকোনো সবজির ফলন ভালো হয়। বিভিন্ন প্রজাতির পোকার হাত থেকে রক্ষা পেয়ে সুন্দর ও স্বতেজভাবে বেড়ে ওঠে সবজি। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ সহজ ও লাভজনক বলে এর জনপ্রিয়তা বেড়েছে অনেকটা। এ বছর পরীক্ষামূলকভাবে ১০ শতাংশ জমিতে টমেটোর চাষের প্রদর্শনী দেওয়া হয়েছিল। ফলন ভালো হওয়ায় চলতি মৌসুমে ৩৩ শতাংশ জমিতে এ উন্নত ফলনশীল সবজি চাষ হচ্ছে। ফলনও অত্যন্ত ভালো হয়েছে।

মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করলে টমেটোর রংটাও খুবই আকর্ষণীয় দেখায়। আমরা কৃষককে সার, বীজ, মালচিং বালাইনাশায় দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কৃষক বিভাগের সঙ্গে সমন্বয় করে টমেটোর বাণিজ্যিক চাষাবাদের বিকাশ হবে।  

লোহাগাড়া উপজেলার কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, টমেটো উচ্চফলনশীল জাতের একটি সবজি। এখানকার মাটি টমেটো চাষের জন্য খুবই উপযোগী। মালচিং পদ্ধতিতে গত বছরে ১০ শতাংশ জমিতে এ উন্নত ফলনশীল সবজি চাষ হয়েছিল। ফলনও বেশ ভালো হয়েছিল। উপজেলার দেশীয় সবজির বাজারে এ টমেটো নতুন মাত্রা যোগ করবে।

কেকে/এএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইপিজেড নিয়ন্ত্রণে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি
জামায়াতে ইসলামী চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়: ডা. তাহের
সখীপুরে তরুণীর গালে ছুরিকাঘাত করে ছিনতাই
রাজ হত্যা মামলার আসামি বোমা মুন্নাকে গ্রেফতার করেছে র‍্যাব
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে জুয়ারির ও মাদককারবারিসহ গ্রেফতার ১১
লালপুরে প্রকাশ্যে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি
শিক্ষা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের সময় এসেছে: অধ্যাপক নাসির
৩শ ফিট সড়কে অবৈধ সিএনজি বন্ধের দাবিতে বিক্ষোভ
কাপাসিয়া থানার নতুন ওসি মুহম্মদ আবদুল বারিক

বেগম রোকেয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close