শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১৩ বস্তা ভারতীয় জিরা ও এসিসহ আব্দুর রশিদ নামে ১ জনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া থেকে ওইসব ভারতীয় পণ্য জব্দ ও ১ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আব্দুর রশিদের ঘরে রাখা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ২টি এয়ারকন্ডিশনার (এসি) জব্দ করা হয় এবং আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেকে/এএম