২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নতুন মসজিদ সংলগ্ন মাঠে কৃষক ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক একরাম উদ্দিন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক অতিরিক্ত উপপরিচালক (শস্য) পুষ্পেন্দু বড়ুয়া। উপসহকারী কৃষি অফিসার মাহমুদ আলম, অজিজ উল্যাহ, রহিম উল্যাহ, জি এম আরিফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, বাংলাদেশে ভোজ্যতেলের প্রচুর ঘাটতি রয়েছে। প্রতিবছর ভোজ্যতেল দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। যে কারণে আমাদের দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। সরকার সেটি নিরসনে প্রদর্শনী প্লটের মাধ্যমে এর চাষ শুরু করেছে। উপজেলায় এবার বারি সূর্যমুখী-৩ জাতের চাষ হচ্ছে। এই জাতটির গাছ ছোট আকৃতির। তবে উচ্চ ফলনশীল। এই চাষটি সম্প্রসারণের জন্য কৃষি বিভাগ থেকে নিবন্ধিত কৃষকদের প্রণোদনার মাধ্যমে বীজ, সার দেওয়া হয়েছে।
কেকে/এএম