রাজধানীর হাজারীবাগ এলাকায় বিভিন্ন সড়কের ফুটপাত দখল মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) রমনা বিভাগের মেট্রোপলিটন জুডিসিয়াল স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের পরিচালনায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেড়িবাঁধ, সেকশন, ফলের আড়ৎ, হাজারীবাগ বাজার, ট্যানারী মোড় ও ঝিগাতলাসহ বেশ কয়েকটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত এই এলাকাটিতে ফুটপাত দখল করে এবং রাস্তা সংকুচিত করে একধরনের দখল করে ব্যবসা করে এসেছিল কিছু অসাধু ব্যবসায়ীরা। সাধারণ জনগণের নিরাপদে চলাচল করার লক্ষ্যে আজকের এই অভিযান। এ সময় ৪ জনকে আটক করে পরবর্তীতে তাদের সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই এলাকায় দীর্ঘদিন যাবত রাস্তা সংকুচিত করে বিভিন্ন ধরনের ব্যবসা করে এসেছিলেন। এদের বারবার সতর্ক করলেও আমলে না নেওয়ার কারণে আজ এই অভিযানের আওতায় আনা হয়। পরবর্তীতে এই অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।
ওসি আরো বলেন, হাজারীবাগ এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম