সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলোজি’ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ৪৮ ঘন্টার আলমেটামের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে ক্লাস পরীক্ষা বর্জন ও অনশনের ইঙ্গিত দিয়েছেন তারা।
বুধবার (৫ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেন বিভাগটির বিভিন্ন বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী। এতে বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী কে.এম. মুনতাসিম তাজওয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন একই বর্ষের লাবিব ফারহান, আজমাইন আব্রেসাম প্রমুখ।
লাবিব ফারহান বলেন, বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি চাকুরির সার্কুলারগুলো ‘ফুড ইঞ্জিনিয়ারিং’ বিষয়ের ওপর আসে। কিন্তু আমাদের বিভাগের নাম ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলোজি’ হওয়ার কারণে এই ধরণের সার্কুলারের আওতায় পড়ে না। যার ফলে বিভাগের শিক্ষার্থীরা চাকুরি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার হয়ে থাকেন। এ ছাড়া উচ্চ শিক্ষার জন্য আবেদনের ক্ষেত্রেও নামের কারণে ভোগান্তিতে পড়তে হয়।
আজমাইন আব্রেসাম বলেন, বিভাগের পক্ষ থেকে দীর্ঘদিন যাবত নাম পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আমাদের পূর্বঘোষিত আলমেটাম আগামীকাল দুপুর ১২টায় শেষ হবে। এ সময়ের মধ্যে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া না হলে আমরা ক্লাস পরীক্ষা বর্জন ও অনশনের মতো যেকোনো সিদ্ধান্তে যেতে বাধ্য হব।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগটির প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামানকে কল দিলেও তিনি রিসিভ করেননি।
কেকে/এএম