বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জামালপুর-শেরপুর জেলার নতুন কমিটি (আংশিক) গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক হিসেবে ফুড টেকনোলজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. ইসমাঈল হোসেন মনোনীত হয়েছেন।
বুধবার (৫ মার্চ) বাকৃবির টিএসসি মিনি কনফারেন্স হলে জামালপুর-শেরপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত ‘ইফতার মাহফিল ও নবীনবরণ’ অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এ সময় পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠিত হবে বলে জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাকৃবির কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তৌফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া বাকৃবিতে অধ্যয়নরত জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেকে/এএম