বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে রংপুর জেলা বিএনপির নির্দেশে কাউনিয়া উপজেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল আলম সফির সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রকিবুল হাসান পলাশ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল।
আরো বক্তব্য রাখেন—হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম, সারাই ইউনিয়ন বিএনপির সভাপতি চাষী মুসলিম উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কোয়েল, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাহিদ হাসান, শ্রমিক দলের এন্তাজ আলী, মৎস্যজীবি দলের সদস্যসচিব ফরিদুল ইসলাম, তাতী দলের আহ্বায়ক মুকুল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মোমিন জিহাদী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ রমজানে উপজেলার ৫৪টি ওয়ার্ডে ও ১৮ রমজানে উপজেলার সকল ইউনিয়নে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কেকে/এএম