বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫,
৭ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বিগত সরকারের মতো নতুন বাংলাদেশেও ফ্যাসিবাদী প্রক্রিয়া অব্যাহত আছে      সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শফিকুল আলম      আজহারুলের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির      কুয়েটে সংঘর্ষ নিয়ে যে বার্তা দিলেন সারজিস-মাসউদ      নদীর পানির ন্যায্য হিস্যা কারো করুণার নয়: তারেক রহমান      কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৫       প্রতিবাদ জানিয়ে তিস্তার হাঁটু পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন      
জাতীয়
সংবিধানে থাকবে চব্বিশের অভ্যুত্থান, কার্যকর করবে অন্তর্বর্তী সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১২:১৬ পিএম  (ভিজিটর : ১৪২)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নতুন প্রণীত সংবিধানে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারই তা কার্যকর করবে বলে জানিয়েছে সংবিধান সংস্কার কমিশন।

রোববার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যরা এ মতামত জানান।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের সুযোগ নেই’ বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। তার ভাষ্য, ‘জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাইলে নিঃসন্দেহে সংবিধানে চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়টি রাখতে হবে। গণঅভ্যুত্থান না হলে এই কমিশন হতো না।’

অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধানে থাকুক বা না থাকুক, নিঃসন্দেহে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পেছনে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন আছে। সেটা তো নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে।

অন্তর্বর্তী সরকারই নতুন সংবিধান কার্যকর করবে বলে জানান কমিশনের সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

তিনি বলেন, ‘কমিশনের প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার। তাদের পরামর্শের ভিত্তিতে সুপারিশ কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। আর সেটা বর্তমান সরকারই কার্যকর করবে।

সাংবিধানিক সংস্কারের সাতটি উদ্দেশ্যের কথা তুলে ধরেন কমিশনের প্রধান আলী রীয়াজ। সেগুলো হলো—

১. দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রতিশ্রুত উদ্দেশ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আলোকে বৈষম্যহীন জনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

২. ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো।

৩. রাজনীতি এবং রাষ্ট্রপরিচালনায় সর্বস্তরে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণের ব্যবস্থা।

৪. ভবিষ্যতে যেকোনো ধরনের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থান রোধ।

৫. রাষ্ট্রের তিনটি অঙ্গ - নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের পৃথক্‌করণ ও ক্ষমতার ভারসাম্য আনা।

৬. রাষ্ট্রক্ষমতা ও প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণ ও পর্যাপ্ত ক্ষমতায়ন।

৭. রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা করা।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   অভ্যুত্থান   সংবিধান   সংবিধান সংস্কার কমিশন   অন্তর্বর্তী সরকার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ
কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে মশাল মিছিল
‘নির্বাচনে দেরি হলে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করবে’
ভারত শুধু স্বৈরাচারকে মনে রেখেছে বাংলার মানুষকে মনে রাখেনি: তারেক রহমান
বিগত সরকারের মতো নতুন বাংলাদেশেও ফ্যাসিবাদী প্রক্রিয়া অব্যাহত আছে

সর্বাধিক পঠিত

পরকীয়া সম্পর্কের জেরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আদালতে দায় স্বীকার
কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গজারিয়ায় উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আটক
আজহারকে মুক্তি দিন, না হয় বিদায় নিন: ডা. সৈয়দ আব্দুল্লাহ
প্রকৌশলীর জন্য থমকে কার্যক্রম, জনভোগান্তি চরমে

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝