বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫,
২২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
শিরোনাম: ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া      যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ ঘোষণা      রাজধানীর ভাষানটেক বিআরপি বস্তিতে আগুন      হাসিনাকে রাজনীতিতে ফেরানোর ক্ষমতা ভারতের নেই      অর্থ পাচারের মামলায় খালাস তারেক রহমান-মামুন      প্রজাতন্ত্রকে শাসন করছে প্রশাসনের ক্যাডাররা      আ.লীগ ট্যাগে বাড়ছে মব      
প্রিয় ক্যাম্পাস
মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পাচ্ছেন নোবিপ্রবির ২০ শিক্ষক
রিয়াদুল ইসলাম, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:৩৫ পিএম  (ভিজিটর : ২৯)

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদানের জন্য মনোনীত হয়েছেন নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০ জন শিক্ষক। ২০২৪-২৫ অর্থবছরে অনুদানের জন্য মনোনীত হয়েছেন তারা।

বুধবার (৪ মার্চ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মনোনীত শিক্ষকেরা প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এ বছর ৩৪৬টি গবেষণা প্রকল্পের জন্য আলাদাভাবে নির্বাচিত ৩৪৬ জন গবেষকের তালিকা এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়মূলক প্রকল্পসমূহের মধ্যে ‘এগ্রিকালচার অ্যান্ড অ্যানভায়রনমেন্ট’ গ্রুপে ১৭৪টি প্রকল্পের অনুকূলে ১ কোটি ৫৬ লক্ষ ৬০ হাজার টাকা, ‘জীববিদ্যা, চিকিৎসাবিদ্যা ও পুষ্টিবিদ্যা’ গ্রুপে ৯৭টি প্রকল্পের অনুকূলে ৮১ লক্ষ ৪৫ হাজার টাকা, ‘অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ গ্রুপে ৪২টি প্রকল্পের অনুকূলে ৩৩ লক্ষ ৩০ হাজার টাকা এবং ‘ফিজিক্যাল সায়েন্স’ গ্রুপে ৩৩টি প্রকল্পের অনুকূলে ২৫ লক্ষ ৬৫ হাজার টাকাসহ সর্বমোট ৩৪৬টি প্রকল্পের অনুকূলে ২ কোটি ৯৭ লক্ষ টাকা করে পাবেন শিক্ষকেরা।

নোবিপ্রবি থেকে ফেলোশিপ পাওয়া শিক্ষকেরা হলেন—কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ নুরুজ্জামান, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. শিপন দাশ গুপ্ত, অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিক্কণ সরকার, এফটিএনএস বিভাগের সহকারী অধ্যাপক ড. মারজিয়া সুলতানা, ইএসডিএম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সোহেল খান, ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক মো. আবিদ হাসান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাদ্দাম হোসাইন, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক শুভ চন্দ্র দাশ, এফটিএনএস বিভাগের প্রভাষক তানভীর আকিক ইবনে আলম, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. মাহমুদুল ইসলাম, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহদ হোসাইন।

আরো—ফার্মেসি বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. আবদুর রহমান রিপন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সারওয়ার উদ্দিন, ফার্মেসি বিভাগের প্রভাষক মো.আব্দুল বারেক, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. আব্দুর রহমান, এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুকান্ত ভৌমিক, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাকিউল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিম্মা তাবাসসুম, অ্যাপ্লাইড ম্যাথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রিফাত হাসান।

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বা গবেষণারত এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

১৯২৭ সাল থেকে ২৪ ঘণ্টা কোরআন তেলাওয়াত হচ্ছে যে মসজিদে
তিস্তা সেচ প্রকল্পে সুবিধা পাচ্ছেন এক লাখ কৃষক
৩শ ফিট সড়কে অবৈধ সিএনজি বন্ধের দাবিতে বিক্ষোভ
ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া
কক্সবাজার শহরে অবৈধ ডেন্টাল ক্লিনিকের ছড়াছড়ি

সর্বাধিক পঠিত

‘তোমাদের সাথে হাশরের ময়দানে দেখা হবে’ স্ট্যাটাসে যুবকের আত্মহত্যা
নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার
কাউনিয়া উপজেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে ১৩ মামলার আসামি বেজী সুজন আটক
সোনাগাজীতে জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close