বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫,
২২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
শিরোনাম: ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া      যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ ঘোষণা      রাজধানীর ভাষানটেক বিআরপি বস্তিতে আগুন      হাসিনাকে রাজনীতিতে ফেরানোর ক্ষমতা ভারতের নেই      অর্থ পাচারের মামলায় খালাস তারেক রহমান-মামুন      প্রজাতন্ত্রকে শাসন করছে প্রশাসনের ক্যাডাররা      আ.লীগ ট্যাগে বাড়ছে মব      
গ্রামবাংলা
টঙ্গীতে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:০৫ পিএম  (ভিজিটর : ৮৮)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এক তরুণী (১৯) কে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে টাকা দাবি করার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
 
মঙ্গলবার (৪ মার্চ) রাতে টঙ্গীর মরকুন মাষ্টারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে মো. মাসুম (৩৬) ও নরসিংদী জেলার রায়পুরা থানার নীলক্ষা গ্রামে হারিজ মিয়ার ছেলে সজিব মিয়া (২৫)।

এ ঘটনায় জড়িত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার কচুয়ামুড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আবু বক্কর (২৬)  নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ভুক্তভূগী ওই তরুণী টঙ্গীর মাস্টারপাড়া এলাকায় আকিজ বেকার্স লিমিটেড নামক কারখানায় কাজ করতেন। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে ওই তরুণী তার সহকর্মীকে (ছেলে) নিয়ে কারখানায় কাজ যোগ দিতে বাসা থেকে বের হন। এ সময় ওই তিন যুবক তাদের গতি রোধ করেন। পরে তরুণীর সহকর্মীকে হত্যার ভয় দেখিয়ে পাশ্ববর্তী একটি বাড়ির নির্জন কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এ সময় অভিযুক্তরা তাদের মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও করে রাখে। ধর্ষণ শেষে ভুক্তভূগী ওই নারীকে ধর্ষণের ধারনকৃত ভিডিও দেখিয়ে দশ হাজার টাকা দাবি করে ছেড়ে দেন তারা। ঘটনার পরদিন গত শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।  এরপর ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ তাকে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার বলেন, ভুক্তভোগী তরুণী অভিযুক্তদের নাম পরিচয় জানতেন না। অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়েরের পর আমরা অভিযুক্ত মাসুমকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদের পর মাসুম দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ ও টাকা দাবির বিষয়টি স্বীকার করেছেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপর একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

১৯২৭ সাল থেকে ২৪ ঘণ্টা কোরআন তেলাওয়াত হচ্ছে যে মসজিদে
তিস্তা সেচ প্রকল্পে সুবিধা পাচ্ছেন এক লাখ কৃষক
৩শ ফিট সড়কে অবৈধ সিএনজি বন্ধের দাবিতে বিক্ষোভ
ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া
কক্সবাজার শহরে অবৈধ ডেন্টাল ক্লিনিকের ছড়াছড়ি

সর্বাধিক পঠিত

‘তোমাদের সাথে হাশরের ময়দানে দেখা হবে’ স্ট্যাটাসে যুবকের আত্মহত্যা
নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার
কাউনিয়া উপজেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে ১৩ মামলার আসামি বেজী সুজন আটক
সোনাগাজীতে জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close