চলমান বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম।
তিনি জানান, ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমরা সহযোগিতা করেছি। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ তাকে নিয়ে গেছে। বিস্তারিত তারাই বলতে পারবে।
এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তবে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম জানান, মাকসুদ হোসেনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
মাকসুদ হোসেন বন্দর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার আগে বন্দরের মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরআগেও গত বছরের ২০ জুন স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত জামিন নামঞ্জুর করে মাকসুদ চেয়ারম্যানকে কারাগারে পাঠায় আদালত। পরবর্তীতে তিনি জামিনে বেরিয়ে আসেন।
কেকে/ এমএস