মতলব উত্তরে ১৩ মামলার আসামি বেজী সুজন আটক
সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:৫১ পিএম (ভিজিটর : ১১৭)

আটক ১৩ মামলার আসামি বেজী সুজন। ছবি: প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে ১৩ মামলার আসামি মোটরসাইকেল চোর চক্রের প্রধান বেজী সুজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত বেজী সুজন (৪০) উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের ওমর আলীর ছেলে।
বুধবার (৫ মার্চ) মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানামূলে আসামী বেজী সুজনকে গ্রেফতার করছে মতলব থানা পুলিশ।
মতলব উত্তর থানায় এসআই (নি.) আবু জাফর ও খুরশীদ আলম সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জিআর-৪৩/২৪ (মতলব উত্তর) এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. সুজন প্রকাশ বেজি সুজনকে রাতে নিজ বাড়ি থেকে আটক করে। গ্রেফতারকৃত আসামী বেজি সুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়াছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, অপরাধ দমন করতে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা সচেষ্ট আছে। আমাদের এ অভিযান চলমান আছে।
কেকে/ এমএস