৫৭তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারও দুই পর্বে হবে ইজতেমা। আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের আয়োজনে বিশ্ব ইজতেমা হবে।
ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি। এই পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে ৯ ফেব্রুয়ারি।
সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।
ইজতেমার একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারী গ্রুপ।
কেকে/এমআই