পূর্বাচল ৩শ ফিট সড়কের বিভিন্ন স্থানে অবৈধ সিএনজি পার্কিং ও মহা সড়কে চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কুড়িল এলাকার বাসিন্দারা৷
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ৩শ ফুট সড়কের কুড়িল বাস কাউন্টার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কুড়িল ১৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ সজিব, মাশফিকুজ্জামান, ছাত্র প্রতিনিধি রেজাউল করিম, সাগর, মোঃ তুহিন, হিমেল, সানী।
উপস্থিত বক্তারা বলেন, মহাসড়কে বিগত আওয়ামী সময় থেকে কোন অদৃশ্য ক্ষমতা বলে গাজীপুরের নাম্বারযুক্ত সিএনজি ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রকাশ্যে চলাচল করে জানা নাই। কিন্তু সিএনজির নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ছিনতাই চক্রের সাথে সখ্যতা আর মহাসড়কের যে কোন স্থানে অবৈধ পার্কিং করায় দূর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী সাধারণ।
এতে হতাহতের ঘটনা ঘটেছে। এসব নিয়ে পুলিশ বাঁধা দিলে গতকাল কাঞ্চন সেতু এলাকায় পুলিশের উপর হামলা করে এসআইসহ ৩জনকে পিটিয়ে আহত করে। তাই অবিলম্বে অবৈধ সিএনজি বন্ধ চান বিক্ষোভকারীরা৷
কেকে/এআর