শেরপুরের নালিতাবাড়ীতে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ী ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌরশহরের আড়াইআনী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার তারানী এলাকায় জনৈক নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
একই রাতে পৌরশহরের আড়াইআনী বাজারের চিলেকোঠা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলটসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন—উপজেলার পূর্ব কালাকুমা গ্রামের মো. আকরাম হোসেন (২৫), মো. আফজাল হোসেন (২৭), মো. হুমায়ুন (৩২), কালাকুমা গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৩৪), তারানী গ্রামের মো. মামুন মিয়া (২৬), মো. নূরুল হক (৩২), মো. শাহ আলম (৩৮), মো. শহিদুল ইসলাম (৩৫) ও মো. সাইম মিয়া (২১)।
গ্রেফতারকৃত মাদককারবারিরা হলেন—পৌরশহরের আড়াইআনী বাজার মহল্লার সামির হক শান্ত (২৪) ও দক্ষিণ চকপাড়া মহল্লার রবিউল হাসান রানা (২৪)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ৯ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে ও ইয়াবাসহ গ্রেফতারকৃত ২ মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/এএম