ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবিতে দ্বিতীয় দিনের মত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।
সোমবার (৪নভেম্বর) দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেন ৭ কলেজের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, আজ সকালে ঢাকা কলেজে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অফিস কক্ষে থাকলেও শ্রেণিকক্ষে ছিলেন না শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা কলেজের শহীদ মিনারের সামনে গিয়ে অবস্থান নেন।
সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরেই নিয়মিত বিক্ষোভ চালিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি উঠেছে।
আন্দোলনের অন্যতম সংগঠক জাকারিয়া বারী সাগর বলেন, আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকালের ন্যায় আজকেও সকল ধরনের ক্লাস ও একাডেমিক কার্যক্রম এবং পরীক্ষা বর্জন করেছি। পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক বিক্ষোভ কর্মসূচী পালন করেছি। আশা করছি সরকার আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করার লক্ষ্যে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধান দিয়ে ৭ কলেজের শিক্ষার্থীদেরকে মুক্ত করবে।
তিনি আরো বলেন, সাত কলেজের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও সেখানে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে। আমরা কেবল আলোচনার মাধ্যমেই সমাধান চাই।
আন্দোলনের আরেকজন সংগঠক আফজাল হোসেন রাকিব বলেন, প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচি দিবো। দাবি না পূরণ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
কেকে/এমআই