জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান বলেছেন, এখন সময় এসেছে শিক্ষাব্যবস্থার যৌক্তিক সংস্কারের মাধ্যমে এই জঞ্জাল দূর করে জাতীয় মূল্যবোধ ও তাহজীব-তমুদ্দুনের ভিত্তিতে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করা।
বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নাসির উদ্দিন খান বলেন, গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয়করণসহ যৌক্তিক দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রেস ক্লাবে অবস্থান নিয়ে আসছেন। কিন্তু দুঃখজনকভাবে তারা পুলিশের লাঠিচার্জ ও নিগ্রহের শিকার হয়েছেন। শিক্ষকদের ওপর এই দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে শিক্ষকদের দাবি মেনে নিয়ে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা শিক্ষক সমাজকে সম্মান দিতে ব্যর্থ হয়েছে, শিক্ষা খাতে কোটি কোটি টাকা লুটপাট করেছে এবং শিক্ষা বিভাগকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।
জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা এবিএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর।
সভাপতির বক্তব্যে মাওলানা এবিএম জাকারিয়া বলেন, বাংলাদেশের শিক্ষা বিভাগে বর্তমানে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) নামে গত তিন মাস ধরে মাধ্যমিকের সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারী সরকারি হয়রানির শিকার হচ্ছেন। আমলাতান্ত্রিক জটিলতায় অনেক শিক্ষক পবিত্র রমজান মাসেও বেতন পাচ্ছেন না, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।
তিনি আরো বলেন, বিদ্যালয়গুলোর কমিটি নিয়ে জটিলতা চরম আকার ধারণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রায় ৯০% বিদ্যালয়ে এখনো কমিটি গঠন করতে পারেনি, ফলে বিদ্যালয়গুলো অভিভাবকহীন অবস্থায় রয়েছে। সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই বিষয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগর নগর দক্ষিণ সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন—ড. মাসুম রব্বানী, সহসভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন।
সম্মেলন শেষে মুফতি আমির হোসেনকে সভাপতি ও আলী আকবর সিদ্দিকীকে সেক্রেটারি করে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কেকে/এএম