বিয়ের সাজে সেজে অপেক্ষায় ছিলেন কনে, ঘরে চলছিল অতিথি আপ্যায়নের প্রস্তুতি। কিন্তু যার অপেক্ষায় এত আয়োজন, সেই বর আর এলেন না। বরযাত্রার পথে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হলো হবু বর মুন্না গড় (২২) এর।
বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুন্না গড়ের বিয়ে ঠিক হয়েছিল কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের নতুন লাইন এলাকার সম্পদ রাজগড়ের মেয়ে সুমি রাজগড়ের সঙ্গে।
বরের সঙ্গে আসা বরযাত্রী অভিনাশ গড় জানায়, বুধবার বিকাল ৫টায় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের গড় লাইনে পাত্রের বাড়ি থেকে ৭০ জন বরযাত্রী নিয়ে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের নতুন লাইন এলাকার সম্পদ রাজগড়ের মেয়ে সুমি রাজগড়কে বিয়ের উদ্দেশ্যে রওয়ানা হয় মুন্না গড়। রাত সাড়ে ৯টায় কনের বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরবর্তী স্থান কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে পৌঁছার পর বরের গাড়িসহ বরযাত্রী বহনকারী গাড়িগুলো দাঁড় করানো হয়। এ সময় সবাই গাড়ি থেকে নেমে কেনাকাটা করেন।
এ সময় বর মুন্না সবার সাথে হাসিখুশিভাবে কথাবার্তাও বলেন। প্রায় বিশ মিনিট যাত্রাবিরতির পর যখন সবাই গাড়িতে ওঠে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওয়ানা করবে তখন বর মুন্না চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে মুন্নাকে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। তখন তার জ্ঞান না ফেরায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বরযাত্রীদের বহণকারী গাড়িগুলো মাধবপুর বাজারে বরযাত্রীদের নিয়ে অপেক্ষায় ছিল। পরে রাত সাড়ে এগারোটার দিকে মুন্নার মৃত্যুর সংবাদ বরযাত্রীদের কাছে পৌঁছালে পৌনে বারোটার দিকে বরযাত্রীদের নিয়ে গাড়িগুলো কনের বাড়ি পাত্রখোলা চা বাগানে না গিয়ে পাত্রের বাড়ি রাজকী চা বাগানে ফেরত যায়।
হবু বরের আকস্মিক মৃত্যুর খবর শুনে কনে ও তার পরিবারের কান্নায় ভেঙে পড়েন, বিয়েবাড়ি পরিণত হয় শোকের বাড়িতে।
কেকে/এমএস