নাটোরে টিসিবির পন্য নিতে গিয়ে মারামারিতে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় একতা ক্লিনিকের পাশে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, বড়হরিশপুর এলাকায় নির্ধারিত স্থানে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেন ডিলাররা। বিক্রি কার্যক্রম শুরুর পর সেখানে সাধারণ ক্রেতাদের ভীড় বাড়তে শুরু করে। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে ক্রেতাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হলে ৫ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং পণ্য বিক্রি কার্যক্রম স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
উল্লেখ্য, নাটোরে রমজান মাসজুড়ে খোলা বাজারে ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলার বিক্রি শুরু করছে টিসিবি। সকাল সাড়ে ১০টা থেকে শহরের পাঁচটি স্থানে ভ্রাম্যমান ট্রাকে ২ কেজি মুশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি ছোলা ৫শ ১০ টাকায় বিক্রি হচ্ছে।
কেকে/এএম