উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সাদ পন্থী আলেম মুফতি মুয়াজ বিন নূর৷ বুধবার রাত ৮ টায় গাজীপুরের জেলা কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২ টায় গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাশেম খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেন।
ডেপুটি জেলার খাদিজা কাশেম বলেন, মুফতি মুয়াজ বিন নূরের বিরুদ্ধে দুটি মামলা ছিলো। মহামান্য হাইকোর্ট থেকে দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। পরে কাগজ পত্র যাচাই বাছাই করে রাত ৮ টায় দিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো. আবু সায়েম খোলা কাগজকে বলেন,বুধবার দুপুরে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। হাইকোর্ট থেকে অনলাইনে কাগজ পত্র গাজীপুর জেলা কারাগারে পৌঁছালে রাত ৮ টায় কারাগার থেকে বের হন তিনি। রাত ৯ টায় মারকাজে এসে আমাদের সাথে দেখা করেন। পরে পরিবারের কাছে চলে গেছেন।
তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়৷
থানা পুলিশের সূত্রে জানা যায়, টঙ্গী সহিংসতার ঘটনায় জোবায়ের পন্থীরা সাদ পন্থীদের ২৯ জনকে আসামি করে গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। অপরদিকে সাদ পন্থীরা জুবায়ের পন্থীদের ৪৪ জনকে আসামি করে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
কেকে/ এমএস