বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫,
২২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
শিরোনাম: ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ      ডিসি ব্যবস্থা না নিলে আমাকেই নিতে হবে: রিজওয়ানা      ‘সরকার এখনো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি’      এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন      কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে নির্বাচন      দালাল নির্মূলে ঢাকা মেডিকেলে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক আটক      ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া      
জাতীয়
ডিসি ব্যবস্থা না নিলে আমাকেই নিতে হবে: রিজওয়ানা
রংপুর অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:১৯ পিএম  (ভিজিটর : ৭৪)
বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

কুড়িগ্রামের চাকিরপশার বিলের অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নিতে কুড়িগ্রামের ডিসিকে নির্দেশনা দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ডিসি ব্যবস্থা না নিলে আমাকেই নিতে হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুরে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইনপ্রয়োগ’ -বিষয়ক একটি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কুড়িগ্রামের ডিসিকে এ কথা বলেন।

বিলের নাম উল্লেখ না করে রিজওয়ানা বলেন, পাবলিক প্রসিকিউটর, পুলিশবাহিনী ও প্রশাসনসহ সবাই মিলে সরকারের আইন মেনে কাজ করে নদী ও জলাশয়গুলোকে দূষণমুক্ত করব। একটি বিশেষ বিল নিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসককে আমি বহুবার বলেছি কিন্তু উনি আমার সঙ্গে কথা বলার পর কার সঙ্গে জানি কথা বলেন। পরে তার চিন্তা পাল্টে যায় (থিংকস গেট চেইঞ্জড)। আমি তাকে পদক্ষেপ নিতে বলব। ওখানে ব্যবস্থা নেওয়া না হলে আমাকেই ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠান না থাকায় রংপুরের নদ নদীগুলোতে দূষণ কম হয়। পরিবেশ ন্যায়বিচার করতে গিয়ে বৈশ্বিকভাবে ও দেশে আমরা নানাভাবে হুমকি-ধমকির মুখে পড়ি। নানা বিপদে পড়ি। যখন ভূমিদস্যুদের বিরুদ্ধে, বালুখেকোদের বিরুদ্ধে, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে লড়াই করেন তখন আপনাদের জন্য এটি রোমান্টিক অ্যাজেন্ডা থাকে না।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের বাতাস হচ্ছে পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস। এটি গত ১০ বছর থেকে ট্রেন্ড চলছে। যখন আপনাদের কাছে অবৈধ ইটভাটাগুলো ভেঙ্গে দিতে অনুরোধ করি তখন অনেকের সহায়তা পাই, অনেকের পাই না। তখন আপনারা শ্রমিক স্বার্থ নিয়ে কথা বলেন। কিন্তু দেশের আইন অনুযায়ী যে প্রতিষ্ঠানটা চলতে পারে না ওটা চলবে না। ওই দায়িত্বের মধ্যে আপনাদের ঢোকার দরকার নেই। আপনাকে আদালত যা বলেছে, দেশের আইন যা বলেছে আপনাকে সেভাবেই কাজ করতে হবে। রাতারাতি আমাদের ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার সুযোগ কম। যতক্ষণ পর্যন্ত ইটভাটার বিরুদ্ধে অভিযানে না যাব আমি তো আপনার বাচ্চার জন্য বাতাসটা নিরাপদ করতে পারবো না।

তিনি বলেন, আন্তর্জাতিক কৃষি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের যে পরিমাণ কীটনাশক ও সার ব্যবহার করা হয় তা প্রয়োজনের চাইতে হাজারগুন বেশি। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬-৮ বছর কমে যাচ্ছে। এজন্য আমরা কৃষিকে নিরাপদ করার কথা বলি। আমরা এমন কিছু প্রাকৃতিক সম্পদ রক্ষার কথা বলি যেগুলোকে আপনি সৃষ্টি করতে পারবেন না। এখন ঢাকা শহরের মানুষের জন্য পানি আনতে সাতটি নদী রেখে মেঘনা থেকে আনা হয়। সেটার খরচ আমরা নাগরিকরা বহন করছি। কারণ আমরা শিল্পায়নকে নিয়ন্ত্রণ করতে পারিনি।

রিজওয়ানা হাসান বলেন, যদি আমরা নিরাপদ খাদ্যকে বুঝি তাহলে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, পরিবেশগত ছাড়পত্র ও ডিসির লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বিবেকে বাঁধবে না। কিন্তু আমরা কি প্রশাসনিক, বিচার বিভাগ এবং প্রয়োগকারী সংস্থা হিসাবে প্রতিক্রিয়াশীল হব সবসময় নাকি সক্রিয় হওয়ার সুযোগ আছে এটা চিন্তা করে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। এখন যদি বুড়িগঙ্গাকে পুনরুদ্ধার করতে চাই তাহলে ২ হাজার কোটি টাকা দরকার। কিন্তু তখনই যদি ৫০০ কোটি টাকা দিয়ে ট্যানারি শিল্পগুলোকে বর্জ্য ব্যবস্থার আওতায় আনা হতো তাহলে এই খরচটা হতো না । প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করলে অনেকগুলো কাজ করে ফেলা সম্ভব।

পুলিশ ও প্রশাসনকে পরিবেশ রক্ষার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, আইনে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তর যদি পুলিশ প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা চায় তাহলে তারা সাহায্য করতে বাধ্য। আমি খালি শুনি ‘গো স্লো’, ‘গ্লো স্লো’ আর কত স্লো যাব বলেন। আমাদের তো দখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধার করতে হবে। এটাকে বড় অপরাধ বিবেচনা করে আমাদেরকে সাহায্য করতে হবে। পরিবেশের বিরুদ্ধে অপরাধকে হালকা অপরাধ হিসেবে দেখবেন না। এটা আসলে গুরুতর অপরাধ। এটি আমাদের পরবর্তী প্রজন্মের বিরুদ্ধে গুরুতর অপরাধ। রংপুরে কৃষি জমি থেকে থেকে মাটি কেটে যেন ইটভাটায় দেওয়া না হয় এটা জেলা প্রশাসককে নিশ্চিত করতে হবে।

সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে শুরু হওয়া এ কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এছাড়া কর্মশালায় অংশ নেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

উপেক্ষিত রংপুরের উন্নয়নে রিজু নামক নতুন সংগঠনের যাত্রা
শাহজাদপুরে হোটেলে লাগা আগুনে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
ববির দর্শন বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্ত্বে ইফতেখার ও পিয়াল
নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
দাড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে জুয়ারির ও মাদককারবারিসহ গ্রেফতার ১১
লালপুরে প্রকাশ্যে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি
সখীপুরে তরুণীর গালে ছুরিকাঘাত করে ছিনতাই
শিক্ষা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের সময় এসেছে: অধ্যাপক নাসির
কাপাসিয়া থানার নতুন ওসি মুহম্মদ আবদুল বারিক

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close