জয়পুরহাটের কালাইয়ে গলায় ফাঁস দিয়ে জামিলা বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ৩টা উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত জামিলা বেগম উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া গ্রামে মোফাজ্জল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাচল করছেন জামিলা বেগম। হঠাৎ নিজ রুমে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএম