গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রওনক জাহান জানিয়েছেন।
গত জুলাই-আগস্টের আন্দোলনে হত্যারকাণ্ডের ঘটনায় উত্তরা পূর্ব থানায় করা মামলায় তাপসকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা’র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।
১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলিয়ে সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।
সেদিন তাপস ফেসবুকে লিখেছেন, ‘জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।’
এরই মধ্যে তাপসকে আদালতে নিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
কেকে/এমআই