মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: নির্বাচনে জনআস্থা ফিরিয়ে আনাই ইসির বড় চ্যালেঞ্জ: সাইফুল হক      বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন      কোনো অভ্যুত্থান বা বিপ্লব ৩৬ দিনে হয় না: রুমিন ফারহানা      সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা      বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি      আমরা এমন পৃথিবী গড়ি, যেখানে কেউ দরিদ্র থাকবে না: ড. ইউনূস      দেশের ভূখণ্ডে আরকান আর্মি, জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন      
গ্রামবাংলা
নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০:৪৩ পিএম  (ভিজিটর : ৯৭)
নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ। ছবি: প্রতিনিধি

নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ। ছবি: প্রতিনিধি

নীলফামারী মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা থেকে শহরের চৌরঙ্গী মোড়ে দেড় ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। 

সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীর ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করা হয়। ষড়যন্ত্র বন্ধ না হলে নীলফামারী জেলা ব্লকেট ঘোষণার হুশিয়ারী দেওয়া হয় কর্মসূচি থেকে।

পাঁচ সহস্রাধিক মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন, আইনজীবী সহকারি সমিতি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, নীলফামারী প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ, খ, ম আলমগীর সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী  আল ফারুক আব্দুল লতিফ, জেলা বিএনপির সহসভাপতি মাহাবুব উর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি আবু মো. সোয়েম, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আব্দুর রহিম, ড্যাবের জেলা সভাপতি মো. সোহেলুর রহমান, নীলফামারী মেডিক্যাল কলেজের ইণ্টার্ন চিকিৎসক সোহানুর রহমান, শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী, হরিমোহন রায়, বাধন আচার্য, চুতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী রাহাতুল জান্নাত প্রমুখ।

বক্তাদের দাবি ২০১৮ সালে প্রতিষ্ঠিত নীলফামারী মেডিক্যাল কলেজ এ জেলাসহ আশপাশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং লালমনিরহাট মানুষের স্বাস্থ্যসেবা এবং চিকিৎসাশাস্ত্র শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। কলেজটি প্রতিষ্ঠাকালীন সময়ে অবকাঠামো ও আবাসন সমস্যা থাকলেও বর্তমানে বর্তমানে সে সমস্যা নেই। নবনির্মিত সরকারি আইএইচটি ভবনের দুইটি লেকচার গ্যালারী, ১০টি শেণিকক্ষ একটি লাইব্রেরী, একটি কনফারেন্স রুম, অফিস কক্ষসহ অধ্যক্ষের কার্যালয় এবং বিভিন্ন বিভাগের অফিস রুমসহ একটি একাডেমিক কাম প্রশাসনিক ভবনে কার্যক্রম চলছে। ওই ভবনের পাশে চারতলা ভবনে ১৫০জন ছাত্র এবং পাঁচ তলা ভবনে ২০০ জন ছাত্রীর মানসন্মত আবাসিক সুবিধা রয়েছে। নীলফামারী জেনারেল হাসপাতালে কার্যক্রম চলছে ইন্টার্ন চিকিৎসকদের। ইতিমধ্যে ওই অস্থায়ী ক্যাম্পাসের সঙ্গে লাগোয়া স্বাস্থ্য বিভাগের নামে থাকা ২৭ দশমিক ৪৬ একর জমি বরাদ্দ হয়েছে অবকাঠামো নির্মানের জন্য। মাস্টার প্লানে প্রস্তাবিত ৩৫টি স্থাপনার নির্মান কার্যক্রম শুরুর জন্য প্রশাসনিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এরপরও একটি মহল অবকাঠামো এবং আবাসন সুবিধার অজুহাতে প্রতিষ্ঠানটিকে বন্ধের পায়তারা চালাচ্ছে।

নীলফামারী মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী বলেন, ‘নীলফামারী মেডিক্যাল কলেজ নীলফামারী ও আশপাশের জেলার জনগণের স্বাস্থ্যসেবা প্রদান ও চিকিৎসাশাস্ত্র শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। সম্প্রতি দেশের কিছু সরকারি মেডিক্যাল কলেজ বন্ধের আলোচনা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। যেখানে সুনাম অর্জন করা আমাদের প্রতিষ্ঠানও অন্তর্ভক্ত’।

তিনি আরো বলেন, ‘শুরুর দিকে কিছু জনবল ও অবকাঠামোগত  ঘাটতি থাকলেও শিক্ষার্থী ও শিক্ষকদের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্ঠায় রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পেশাগত পরীক্ষাগুলোতে নীলফামারী মেডিক্যাল কলেজ বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বিশেষভাবে ২০২১-২২ শিক্ষাবর্ষে ২৪টি মেডিক্যাল কলেজের মধ্যে পাশের হারে নীলফামারী মেডিক্যাল কলেজ প্রথম স্থান অর্জন করেছে’।

বক্তারা নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রকারীদের কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘এমন সিদ্ধান্ত নেয়া হলে সেদিন থেকে নীলফামারী জেলা ব্লকেট ঘোষণা করা হবে। সারা দেশের সঙ্গে বন্ধ করে দেয়া হবে, আকাশ পথ, রেল পথ ও সড়ক পথ। 

সমাবেশ শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবরে দেয়া স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নীলফামারী মেডিক্যাল কলেজ   বন্ধের ষড়যন্ত্র   মানববন্ধন ও সমাবেশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘আগামীতে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে’
কুয়েটে অনশনরত চার শিক্ষার্থী অসুস্থ
নির্বাচনে জনআস্থা ফিরিয়ে আনাই ইসির বড় চ্যালেঞ্জ: সাইফুল হক
সাঁওতাল সম্প্রদায়ের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে: ইসলামী আন্দোলন

সর্বাধিক পঠিত

খোলা কাগজে সংবাদ প্রকাশের ৫ ঘণ্টার মধ্যে কোটি টাকা ফেরত দিলেন মেয়র
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে ছোট ভাইয়ের মৃত্যু
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, বিক্ষোভকারীদের ওপর বিএনপির হামলা
অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব
‘আমার লজ্জা নেই’ পোশাক-চেহারা বিতর্কে যা বললেন বিদ্যা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close