গত বছরের তুলনায় চলতি বোরো মৌসুমে ফরিদপুরের সালথায় কমে গেছে ধানের আবাদ। এ বছর ৫শ হেক্টর জমিতে এই ধানের আবাদ করেছে চাষিরা। গত বছরের চেয়ে ১৫১ হেক্টর কম।
জানা যায়, সালথা উপজেলার প্রধান ফসল পাট, পেঁয়াজ ও রোপা আমন। এক যুগ আগেও পাট, গম ও বোরো-ইরি ধান ছিল এই অঞ্চলের প্রধান ফসল। রোপা বর্ষা মৌসুমে রোপা আমন চাষ ঠিকই আছে, তবে পেঁয়াজ চাষের ভিড়ে হারিয়ে গেছে বোরো ধান ও গমের আবাদ।
ধান চাষি চকমেল মোল্যা ও রাজেক শেখ বলেন, পেঁয়াজ চাষে জমিতে ফলন বেশি, লাভও বেশি। তাই এখন কেউ চলতি বোরো মৌসুমে ধানের আবাদ করতে চায় না। সবাই পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েছে। তারপরও এ বছর যতটুকু বোরো ধানের আবাদ হয়েছে, তাতে বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এ বছর সালথা উপজেলায় ৫শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা যায় ফলনও ভালো হবে।
কেকে/এএম