সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার মারধরে শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
নিহত শাহেদ কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। তিনি চোরাচালানের সাথে জড়িত বলে জানা গেছে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে স্থানীয় খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এসময় খাসিয়াদের আঘাতে তার মৃত্যু হয়। পরে বিষয়টি বিজিবিকে অবগত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মৃতদেহ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
কেকে/ এমএস