নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইদিন ধরে নিখোঁজ পোশাক কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. নয়ন (২০) জামালপুর সদরের আব্দুল হালিমের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি ভাড়ায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের পরিবারের লোকজন জানান, গত বুধবার সন্ধ্যায় ভাড়াবাসা থেকে বেরিয়ে আর ফেরেননি নয়ন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করেন আত্মীয়রা। শুক্রবার সকালে লেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন। এবং নয়নের লাশ শনাক্ত করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত নয়ন মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
যদিও নিহতের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তরেরও আবেদন জানিয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা।
কেকে/এএম