রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যা রাহা যেন চোখের পলকে বড় হয়ে যাচ্ছে! এই স্টারকিডকে এক ঝলক দেখার জন্য ভক্তরা সবসময় অপেক্ষায় থাকেন। তবে এবার গুঞ্জন শুরু হয়েছে—তারা কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন?
রণবীর-আলিয়ার প্রথম সন্তান রাহার নাম রেখেছিলেন রণবীরের মা, নীতু কাপুর। তবে আলিয়াও দ্বিতীয় একটি নাম ভেবে রেখেছিলেন, যেটি ছেলের জন্য।
সম্প্রতি এক পডকাস্টে আলিয়া বলেন, প্রেগন্যান্সির সময় রণবীর আর আমি ছেলের ও মেয়ের নাম নিয়ে অনেক ভাবনাচিন্তা করতাম। পরিবারের সবার কাছ থেকে নামের পরামর্শ নিয়েছিলাম। আমাদের এমন একটি ছেলের নাম খুব ভালো লেগেছিল, যা আমরা সংরক্ষণ করে রেখেছি।
আলিয়া আরো জানান, তার শাশুড়ি নীতু কাপুর এই নামটির পরামর্শ দিয়েছিলেন। এটি শুধু সুন্দরই নয়, রাহা নামের সঙ্গেও মিল আছে! তবে এখনই সেই নাম প্রকাশ করতে চান না আলিয়া।
রণবীর-আলিয়া দম্পতি রাহা নামটি বেছে নিয়েছিলেন এর অর্থের জন্য। আলিয়ার কথায়—রাহা মানে শান্তি, এর আক্ষরিক অর্থ আনন্দ। আমাদের জীবনে ও সবকিছু।
কেকে/এএম