ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ওড়না পরা নিয়ে হেনস্তা করার অভিযোগে অভিযুক্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে ছুটিতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
শুক্রবার (৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত চলাকালীন মোস্তফা আসিফ দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, গত বুধবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্তা করার অভিযোগে মোস্তফা আসিফকে গ্রেফতার করে পুলিশ। ওই ছাত্রী প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এবং পরে প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরবর্তীতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) আদালত মোস্তফা আসিফকে জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা অভিযুক্তের চাকরিচ্যুতির দাবি জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত তদন্ত কমিটি গঠন করে এবং অভিযুক্তকে ছুটিতে পাঠায়।
কেকে/এএম