রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের উপর থেকে পড়ে মো. নাঈম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) ভোর ৪টার দিকে কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর ৪ টার দিকে নাইট শিফটের কাজে উঠলে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে জরুরী বিভাগে নিয়ে আসলে লাইফ সাপোর্টে রাখেন জরুরী বিভাগের চিকিৎসকরা। পরে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত নাঈম ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর কাছারি বাজারের নাজিমুল ইসলামের ছেলে।
নিহতের সহকর্মী নাজমুল জানান, শুক্রবার সকালে কমলাপুরে মেট্রোরেল স্টেশন দুজন মিলেই নির্মাণের কাজ করছিলাম। এ সময় নাঈম আমাকে পাইপ আনতে পাঠালে আমি পাইপ এনে দেখি সে নিচে পড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাঈম মারা যায়।
নিহত নাঈমের পরিবারসূত্রে জানা যায়, সকল আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাতটার দিকে মৃতের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। শনিবার তার দাফনকার্য সম্পন্ন করা হবে।
কেকে/ এমএস