বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণসংগীত শিল্পী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালীর (আবদুল্লাহ আল মাহামুদ জামালী) প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শুক্রবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
সর্বপ্রথম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম, বাংলাদেশ জাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, গণতান্ত্রিক বাম ঐক্য, বিপ্লবী কমিউনিস্ট লীগ, নাগরিক ঐক্য, জেএসডি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, বাসদ-মাহবুব, স্বাধীনতা পার্টি, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ প্রভৃতি সংগঠন এপোলো জামালীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও গণসংস্কৃতি ফ্রন্ট, সংহতি সংস্কৃতি সংসদ, উদীচী, বিবর্তন, ভাসানী পরিষদ, বিপ্লবী কৃষক সংহতি, বিপ্লবী শ্রমিক সংহতি, বিপ্লবী যুব সংহতি, বিপ্লবী ছাত্র সংহতি, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি, আখচাষী ইউনিয়ন, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি, এসএসপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন তার প্রতি সম্মান জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে রায়ের বাজারে এপোলো জামালীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রায়ের বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পর তার কবরেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কেকে/ এমএস