রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাস্টাররোল কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে আন্দোলন করছেন।
শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই আন্দোলন রাত ৮টা পর্যন্ত চলতে থাকে। এ সময় উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা তিন ঘণ্টার বেশি সময় ভবনের ভেতরে অবরুদ্ধ ছিলেন।
মুন্নুজান হলের আয়া আরজিনা বেগম জানান, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর তাদের চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়েছিলেন। আগামী ৯ মার্চের সিন্ডিকেট সভায় এই বিষয়টি উপস্থাপন করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে তারা জানতে পারেন। ফলে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
মাস্টাররোল ঐক্য পরিষদের আহ্বায়ক মামুন তালুকদার বলেন, অনেক কর্মচারী ১৫-২০ বছর ধরে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। আগের প্রশাসনও তাদের স্থায়ী করার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর তিন মাসের মধ্যে চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দিলেও সাত মাস পেরিয়ে গেলেও তা হয়নি।
রাবির উপউপাচার্য ফরিদ উদ্দিন খান বলেন, চাকরি স্থায়ীকরণের বিষয়টি একটি জটিল প্রক্রিয়া। ২০০১ সালে কিছু কর্মচারী এই বিষয়ে মামলা করেছিলেন, যা এখনো চলমান। এ ছাড়া ২০০৬ সালের লিখিত পরীক্ষা ও ভাইভার নথিপত্রও পাওয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, আজকে উপাচার্য স্যার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। ৯ তারিখের সিন্ডিকেট সভায় এই বিষয়টি উত্থাপন করা হবে এবং পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে।
কেকে/এএম