‘মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে সোনাগাজী চর চান্দিয়া ইউনিয়নের বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট সংলগ্ন মাঠে কৃষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে লুমিনাস মিরাকেল এগ্রো এণ্ড কসমেটিক্স লি. এর আয়োজনে ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্থানীয় কৃষক মো. আবু সায়েদ রুবেল এর সার্বিক সহযোগিতায় কৃষি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও চরছান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন।
লুমিনাস গ্রুপের জিএম মো. নুরের নবীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন, লুমিনাস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বদরুদ্দোজা ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া।
কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক ও বিএনপি নেতা আবুল কালাম, জামাল উদ্দিন, জালাল আহমদ ও মো. হারুন। এসময় মিরাকল গ্রোথ এর উচ্চ ফলনশীল অনুখাদ্য, পোকা নাশক মিরাকেল নিসিন্দা ও মিরাকেল পিজিআর এর উপকারিতা ও ব্যাবহার বিধি বিষয়ে সেমিনারে ভিডিও চিত্র প্রদর্শন ও আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকদের পরামর্শ ও উদ্বুদ্ধ করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু করা হয় এবং কৃষকদের নিয়ে ইফতার, দোয়া ও মোনাজাত করা হয়।
কেকে/ এমএস