আর মাত্র কয়েক দিন কানাডার প্রধানমন্ত্রী পদে আছেন জাস্টিন ট্রুডো। তার বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং কানাডাকে অঙ্গরাজ্য করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে গভীর সংকটের মুখে তিনি। এমন পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ট্রুডো। কান্নাভেজা কণ্ঠে তার স্বীকারোক্তি, সারা জীবন কানাডার মানুষের জন্য কাজ করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শেষ দিন পর্যন্ত কানাডাবাসীকে হারতে দেবেন না।
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের দলনেতার পদও ছাড়ছেন বলে ঘোষণা করেছেন ট্রুডো। কানাডার পরবর্তী নির্বাচনে ভোটেই দাঁড়াচ্ছেন না তিনি।
তবে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কর্তব্যে অবিচল ট্রুডো। প্রতিবেশী আমেরিকার চড়া শুল্কনীতির জেরে সমস্যায় পড়েছে কানাডা। যদিও ট্রাম্পের পালটা শুল্ক ঘোষণা করেছে তারাও। শুল্কযুদ্ধে আপাতত ইতি টেনেছে দুই দেশই। কিন্তু ট্রুডোর আশঙ্কা, আগামী দিনে আরো বড় সংকট আসতে চলেছে কানাডার ভাগ্যে। কঠিন সময়ে কানাডাবাসী যেন একজোট থাকেন সেই বার্তাই দিয়েছেন ট্রুডো।
রোববার (৯ মার্চ) নতুন নেতা বেছে নেবে লিবারেল পার্টি। এর আগে বিদায়ী ভাষণ দিতে গিয়ে ট্রুডো বলেন, যতদিন প্রধানমন্ত্রী ছিলাম, সবসময়ে কানাডার মানুষকে অগ্রাধিকার দিয়েছি। এখন সরকারের মেয়াদ শেষের দিকে। তবু আমরা কানাডাবাসীকে হারতে দেবো না। খরর সিএনএন ও বিবিসির।
কেকে/এএম