মাদারীপুর জেলা শিবচর থানার নিলখী ইউনিয়নের বাঘমারা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেবি আক্তার ও তার মেয়ে শাবনাজ আক্তারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হেমায়েত মাদবরের বিরুদ্ধে।
শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা নিলখী ইউনিয়ন বাগমারা গ্রামের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী এবং স্থানীয়রা জানান, দুই বছর যাবত সাবেক মহিলা ইউপি সদস্য বেবি আক্তারের স্বামী শাজাহান মাদবরের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার রাতে তারাবি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে সবাই বেরিয়ে গেলে দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা প্রতিপক্ষের বাড়িতে হামলা করে বেবি আক্তার ও তার মেয়ে শাহনাজকে কুপিয়ে আহত করে। এ সময় অভিযুক্তটা স্বর্ণালংকার এবং নগদ টাকা লুটতরাজ করে।
পরে এলাকাবাসী তাদের চিৎকার শুনে এগিয়ে এসে তাদের গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
শিবচর থানা ইনচার্জ অফিসার মো. রতন শেখ জানান, এ বিষয়ে শিবচর থানার একটি মামলা প্রক্রিয়াধীন।
কেকে/এএম