গাজীপুর মহানগরীর গাছা থানা থেকে গ্রেফতারকৃত এক এজহারভুক্ত আসামিকে ছাড়িয়ে আনতে গাছা থানা ঘেরাও করেছেন গণঅধিকার অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ মার্চ) রাত ১১টায় গাজীপুর মহানগরীর গাছা থানায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গাছা থানার ডিউটি অফিসার এএসআই মোস্তফা গণমাধ্যমকে জানান, গণঅধিকার অধিকার পরিষদের নেতাকর্মীরা আসামিকে ছাড়িয়ে নিতে থানায় আসেন।
পুলিশ জানায়, গাছা থানা পুলিশ কর্তৃক একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে। পরে গাছা থানা গনঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ তার দলবল নিয়ে এসে গাছা থানা ঘেরাও করে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেকে ফোন দিলে রিসিভ করেন না।
এ বিষয়ে গণঅধিকার পরিষদ, গাজীপুরের গাছা থানা সভাপতি আবদুর রহমানকে ফোন দিলে ধরেননি।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ গণমাধ্যমকে বলেন, এজাহারভুক্ত এক আসামিকে নিতে এসে গণঅধিকার অধিকার পরিষদের নেতাকর্মীরা থানায় মিছিল করে।
এ প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ফাহিম আসজাদ গণমাধ্যমকে বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি সঠিকভাবে বলতে পারছি না। পরে বিস্তারিত জানাতে পারব।
কেকে/এএম